কক্সবাজারের উখিয়া উপজেলার মাদারবনিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শনিবার (৬ জুলাই ২০২৫) সকালে র্যাব-১৫ এর হোয়াইক্যং সিপিসি-২ ও টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের একটি চৌকস দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদারবনিয়ায় ইয়াবার একটি বড় চালান অন্যত্র সরানোর প্রস্তুতি চলছে। পরে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা, একটি স্মার্টফোন এবং একটি বাটন ফোন জব্দ করা হয়। এ সময় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো কক্সবাজার সদর উপজেলার উওর নুনিয়াছড়া এলাকার বাদশা মিয়ার ছেলে মো. মনির (৩২) এবং উখিয়ার মাদারবনিয়া এলাকার রশিদ আহমদের ছেলে মঞ্জুর আলম (২৮)।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।