জুলাই গণঅভ্যুত্থানের এক বছর হলো। এখনো হাসপাতালে আহতরা। চিকিৎসকরা বলছেন, তাদের হাসপাতালে থাকার প্রয়োজন নেই। যদিও হাসপাতাল ছাড়তে নারাজ তারা। সেখানে থেকে কখনো সহযোদ্ধাদের সঙ্গে, কখনো হাসপাতালের কর্মীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ছে। এমনকি বাইরে গিয়েও মারামারি করে আসার ঘটনাও ঘটেছে। এতে সতীর্থরা যেমন বিব্রত, একইভাবে মনোক্ষুণ্ন তাদের সমর্থকরা। বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ।
দীর্ঘদিন ধরে চিকিৎসকরা মৌখিকভাবে বলে আসছেন, জুলাই আহতদের শারীরিক, আর্থিক ও মানসিক সংকট আছে। লম্বা সময় হাসপাতালে থেকে সেটি আরও প্রকট হচ্ছে। দ্রুত তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়া প্রয়োজন। মুখের কথায় যেমন আহতরা মানেননি, সরকারও আমলে নেয়নি।