মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল চেকপোস্টে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর সদস্যরা এক অভিযানে অভিনব কৌশলে লুকানো ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছেন।
শুক্রবার (১৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক সেটি রেখে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে এর এয়ারফিল্টারের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) জানান, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।”
পলাতক মাদক পাচারকারীকে শনাক্ত ও আটক করতে অভিযান চলছে বলেও জানায় বিজিবি।