কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী অস্ত্রসহ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের সাহিত্যিকাপল্লী এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, নিয়মিত টহল চলাকালে একটি মাইক্রোবাস পুলিশের গাড়ি দেখে হঠাৎ পিছু হটতে শুরু করে। সন্দেহ হলে টহল টিম দীর্ঘ পথ ধরে গাড়িটিকে অনুসরণ করে। একপর্যায়ে গাড়িতে থাকা সশস্ত্র ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র তাক করে বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করে।
এসময় পুলিশ সাহসিকতার সঙ্গে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, চকরিয়া সাহারবিল ইউনিয়নের আবু ছৈয়দের পুত্র মো. জসিম উদ্দিন (৪২)।
অভিযানে মাইক্রোবাসটি জব্দ করা হয় এবং তল্লাশি করে ১টি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ২টি ছুরি, ১টি হাতুড়ি, ১টি গ্রিল কাটার, ১টি ছোট দা, ৪টি কসটেপ, চার জোড়া জুতা, ৩টি মোবাইল, ১টি ডিজিটাল নাম্বার প্লেট, ১টি লেমনেটিংকরা নাম্বার প্লেটসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।