কক্সবাজারে জুলাই স্মৃতিস্তম্ভের স্থান নির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুলাই ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজারের সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
সভায় জানানো হয়, জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দেশের প্রতিটি জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে কক্সবাজারে শৈবাল কনভেনশন হলের পাশে স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি শহীদদের কবর বাঁধানো এবং যেসব স্থানে তারা আহত হয়েছিলেন, সেখানে জুলাই স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই স্ট্যাম্পগুলোতে শহীদদের জীবনবৃত্তান্তও উল্লেখ থাকবে।
সভায় প্রশাসনের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টদের উপস্থিতি লক্ষ্য করা যায়।