কক্সবাজার পৌরসভায় দীর্ঘদিন ধরে চলা স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে পৌরবাসী। নাগরিক অধিকার ও স্বচ্ছ পৌর পরিষেবা নিশ্চিত করতে পৌরবাসী ৭ দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন না হলে পৌরসভা অচলের হুঁশিয়ারি দিয়েছে তারা।
রবিবার (২৭ জুলাই) দুপুরে কক্সবাজার পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে এই ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—
স্বৈরাচার শাসনামলে লবিংয়ের মাধ্যমে পৌরসভায় চাকরি পাওয়া এবং অযোগ্য প্রশাসকের ছত্রছায়ায় বহাল থাকা সকল কর্মচারীকে অপসারণ করতে হবে।
পুরাতন ও নতুন সব ধরনের ট্রেড লাইসেন্স বাতিল করে প্রকৃত মালিকদের মাঝে লাইসেন্স নবায়ন বা নতুনভাবে ইস্যু করতে হবে। আবেদন বেশি হলে ড্রয়ের মাধ্যমে নির্ধারণের দাবি জানান তারা।
পৌরসভা থেকে সিন্ডিকেটের প্রভাব দূর করে স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া ও সেবা নিশ্চিত করতে হবে।
নাগরিকদের যথাযথ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
পূর্ববর্তী আমলে রোহিঙ্গাদের অর্থের বিনিময়ে ইস্যু করা জন্মনিবন্ধন ও নাগরিক সনদ বাতিল করতে হবে এবং সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্সসহ যাবতীয় সনদপ্রদান প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে হবে।
উপরোক্ত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কক্সবাজার পৌরবাসী কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে এবং পৌরসভার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
পৌরবাসীদের এই দাবির প্রেক্ষিতে এখনো পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সচেতন নাগরিকরা বলছেন, এই দাবিগুলো সময়োপযোগী এবং জনস্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।