1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : ডেস্ক নিউজ : : ডেস্ক নিউজ :
শিরোনামঃ
উপহারের দামি ঘড়ি জমা দিলেন তোষাখানায়, আইপ্যাড ফিরিয়ে দিলেন উপদেষ্টা ফাওজুল কবির এই দেশে একটি স্বচ্ছ সংসদ চাই: শামা ওবায়েদ মালয়েশিয়ার জোহরবারুতে ৩৮ বাংলাদেশি আটক মাত্র ১০০ রুপিতে বিশ্বকাপ টিকিট, উদ্বোধনে গাইবেন শ্রেয়া ঘোষাল বছরজুড়েই রাসূলুল্লাহর জীবন-আদর্শ চর্চা অব্যাহত রাখার আহ্বান জামায়াতের কক্সবাজারে ছাত্র অধিকার পরিষদের মশাল মিছিল ধর্ম অবমাননার দায়ে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা রেজুখাল চেকপোস্টে বিজিবি’র অভিযানে ১০৩৫ পিস ইয়াবাসহ নারী আটক সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ

ক্ষমতায় গেলে ১ কোটি বেকারকে চাকরি দেবে বিএনপি

✍️ প্রতিবেদক: ডেস্ক নিউজ •

  • আপডেট সময়ঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে। দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর ব্যবস্থা করব। ১ কোটি বেকারের চাকরির ব্যবস্থা করব। যা আমাদের ৩১ দফায় ইতোমধ্যে বলা হয়েছে।

বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘জুলাই-পরবর্তী রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন স্কুল অব লিডারশিপের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

স্কুল অব লিডারশিপের জয়েন্ট সেক্রেটারি ডা. গোলাম কাদের চৌধুরী নোবেলের সভাপতিত্বে এবং ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম মুনীরের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট গোলাম রাব্বানী নয়ন।

বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, পাকিস্তান কনস্যুলার কামরান ডাঙ্গাল, সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন, বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. পেয়ার আহমেদ, স্কুল অব লিডারশিপের কোষাধ্যক্ষ বিপু চৌধুরী, স্কুল অব লিডারশিপের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ফায়েজ কায়সার, এক্সিকিউটিভ মেম্বার ব্যারিস্টার ফিরোজ হোসাইন ও লেবার কোর্টের মেম্বার তৌহিদুর রহমান, মেজর (অব.) সারোয়ার হোসাইন। স্বাগত বক্তব্য দেন স্কুল অব লিডারশিপের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ফায়েজ কায়সার।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংল্যান্ডের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের এবং স্কুল অব লিডারশিপের যুক্তরাজ্যের কনভেনর প্রফেসর ড. আলিয়ার হোসেন।

আমির খসরু বলেন, ‘হাসিনা পালিয়ে যাওয়ার পর আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলছে। যদি কৃতিত্ব নিয়ে লড়াই করেন, তাহলে এ দেশ এগোতে পারবে না। কৃতিত্ব নিয়ে পড়ে থাকলে দেশের মঙ্গল হবে না। মুক্তিযুদ্ধের পর প্রকৃত মুক্তিযোদ্ধারা যার যার কাজে ফিরে গেছেন। তারা কৃতিত্ব নিয়ে লড়াই করেননি।’

তিনি বলেন, ‘বিপ্লব-পরবর্তী যেসব দেশ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করেছে তারাই ভালো করেছে। দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা ছাড়া দেশের আর কোনো উপায় নেই।’

আমির খসরু আরও বলেন, ‘গণতন্ত্র হলো দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ব্যবসার অধিকার, সঠিকভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা। শুধু ভোট দেবে আর ক্ষমতায় যাবে, এটাই গণতন্ত্র না।’

তিনি বলেন, ‘দেশের মানুষকে বঞ্চিত করে লোক দেখানো বড় বড় মেগা প্রজেক্টের দরকার নেই। আগে জনগণের মৌলিক বিষয়গুলো সমাধান জরুরি।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!