রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাথে গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৬ জুলাই) বিকেলে ব্যাটালিয়নের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রোহিঙ্গা ক্যাম্পের সমস্যা, মাদক ও অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা সহ নানা বিষয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করেন ৮ এপিবিএন ভারপ্রাপ্ত অধিনায়ক(পুলিশ সুপার) রিয়াজ উদ্দিন আহম্মেদ।
এসময় গণমাধ্যমকর্মীরা রোহিঙ্গা ক্যাম্পের নানান সমস্যা তুলে ধরে প্রতিরোধ করার জন্য ৮ এপিবিএনকে অনুরোধ জানান। মতবিনিময় সভায় ৮ এপিবিএন’র সহ অধিনায়ক( পুলিশ সুপার) উক্য সিং, অতিরিক্ত পুলিশ সুপার কায়সার রিজভী কোরায়েশী, উখিয়া প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সাঈদ মুহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমদ, গণমাধ্যমকর্মী হুমায়ুন কবির জুশান সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।