গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলা চালানো কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম (রিফাত রশীদ)। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
গোপালগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও বিভিন্ন দাবিতে এই জরুরি সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে এনসিপির সমাবেশ ও গাড়িবহরে হামলার প্রতিবাদে বিকেলে সারা দেশে ‘ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়েছিল প্ল্যাটফর্মটি।
সংবাদ সম্মেলনে রিফাত রশীদ বলেন, ‘স্বৈরাচার হাসিনা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থান এ দেশে হবে না।’ এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমাদের ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ হামলা চালায় আর আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে।’