গোপালগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে কক্সবাজারে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি/বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কক্সবাজার জেলা শাখা।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টা ৩৫ মিনিট থেকে ৫টা ৫৫ মিনিট পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার লিংক রোড চত্বরে রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্লকেড কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। জেলা শাখার ছাত্র প্রতিনিধি জনাব আতাহার সাকিবের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এরপর বিকেল ৫টা ৫৬ মিনিটে লিংক রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিকেল ৬টা ২৫ মিনিটে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, “গোপালগঞ্জে আমাদের জুলাই পদযাত্রায় অংশ নেওয়া সহযোদ্ধাদের ওপর ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়েছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।”
তারা আরও বলেন, “এই ফ্যাসিস্টদের বাংলায় কোনো স্থান হবে না। ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।”