কক্সবাজারে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ জুলাই ২০২৫) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এ রক্তদান কর্মসূচিতে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি উজ্জল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদিকা শামীম আরা স্বপ্না। এছাড়া জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে ৫০ জন নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।