নাফ নদীতে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর বিশেষ টহল দল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে কিছু ব্যক্তি মাছ ধরার ছদ্মবেশে বাংলাদেশের সীমান্তে মাদক পাচারের চেষ্টা করছে। সেই তথ্যের ভিত্তিতে সোমবার( ২৮ জুলাই)সন্ধ্যা ৬টায় উখিয়া ব্যাটালিয়নের অধীন পালংখালী বিওপি’র টহল দল আঞ্জুমানপাড়া বেড়িবাঁধ এলাকায় ওঁৎ পেতে অবস্থান নেয়।
রাত ৮টা ৫০ মিনিটে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশের সময় দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হয়। এতে একজন পালিয়ে গেলেও মোঃ শামসুল আলম (৩৫), পিতা মোঃ ভুলু মিয়া, গ্রাম হোয়াইক্যং, ডাক হোয়াইক্যং, জেলা কক্সবাজার নামে একজনকে আটক করা হয়।
আটককৃত শামসুল আলমের ঘাড়ে ঝোলানো ব্যাগ থেকে পাঁচটি কাটুনে মোট ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে পুরো এলাকা তল্লাশি চালিয়েও আর কোনো অবৈধ দ্রব্য পাওয়া যায়নি।
পলাতক ব্যক্তিকে সনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবি’র গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতায় ৬৪ বিজিবি উখিয়া ব্যাটালিয়ন নিয়মিতভাবে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে যাচ্ছে। সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামী ও জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।