কক্সবাজার সদর উপজেলায় রহিম উদ্দিন সিকদারের মৃত্যু ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশালীন বক্তব্যের প্রতিবাদে ঝিলংজা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৪টা থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রাশেদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি কক্সবাজার মেডিকেল কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে বাস টার্মিনাল পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বক্তারা অভিযোগ করেন, জামায়াত সংশ্লিষ্ট এক নেতার হাতে ভারুয়াখালি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন সিকদার নিহত হয়েছেন। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া, তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া অশালীন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, বিএনপিকে ঘায়েল করতে একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে তারেক রহমানকে নিয়ে এরকম কটূক্তি করলে বিএনপি তা কঠোরভাবে মোকাবিলা করবে।