কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম ক্রিস্টাল ম্যাথ (আইস) উদ্ধার করা হয়েছে।
এসময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ উত্তর পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাইট্যং পাড়া কবরস্থানের পাশে বসবাসরত মৃত আব্দুস সালামের ছেলে মো. এরফান (২২) কে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।