কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন টেকনাফের উত্তর লম্বরীর মৃত মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোঃ ইয়াসিন (৩৯) এবং টেকনাফের ছোট হাবীব পাড়ার আবু সামাদের পুত্র রহমত আলী (২৯)।
এসময় ৪৪,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি প্রাইভেট কার, ২টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোন উদ্ধার করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের পরিকল্পনা ও নেতৃত্বে টহল দল পর্যটক মোড় সংলগ্ন পুরাতন মেরিন ড্রাইভ রোডে জাফর চেয়ারম্যানের বাড়ীর পাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এসময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার থামানো হয়। যাত্রীদের সন্দেহজনক গতিবিধির কারণে গাড়িটি তল্লাশি করে ২টি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়।
সিলিন্ডার কেটে ভেতর থেকে অভিনব কায়দায় লুকানো ৪৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।