কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার শীর্ষ মাদক ও মানব পাচারকারী মো. বেলালকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
রবিবার (৩ আগস্ট) বিকালে পুলিশের একটি দল সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পুরান পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বেলাল উপজেলার পুরান পাড়ার বাসিন্দা উলা মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, বেলাল দীর্ঘদিন ধরে মাদক ও মানব পাচারের সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, একটি সুবিধাভোগী চক্র বিপুল অর্থের বিনিময়ে তাকে ছাড়িয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরদারিতে রয়েছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটককৃত বেলালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মাদক ও মানব পাচার প্রতিরোধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।