উখিয়া উপজেলার পশ্চিম ডিগলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের বহুল আলোচিত নির্বাচন শনিবার (২ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই নির্বাচনে সভাপতি পদে বিএনপি নেতা নুরুল হক ও সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রদল নেতা রানা এগিয়ে রয়েছে বলে অভিমত জানিয়েছেন অধিকাংশ ভোটার।
সমিতির মোট ভোটার সংখ্যা ৬১১ জন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে ভোটকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থীদের সমর্থকরা রাতদিন প্রচারে ব্যস্ত সময় পার করছেন।
নির্বাচন ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।