শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাঁকখালী নদী দখল ও দূষণমুক্ত করতে হাইকোর্টের একটি রায় আছে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে রায়ের কপি হাতে পৌঁছায়নি বলেও তিনি জানান।
শনিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজার হিলটপ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে হাইকোর্টের আদেশ মোতাবেক বাঁকখালী নদী দখল ও দূষণমুক্ত করণের লক্ষ্যে অনুষ্ঠিত বিশেষ সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, “বাঁকখালী নদী হচ্ছে সৃজননাল। এর মুখ ড্রেজিং করতে হবে। ড্রেজার আনার কাজ দ্রুতই শুরু হবে।”
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।