নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১২ লাখ টাকার বেশি মূল্যের ৪ হাজার ১৩০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।
রোববার (৬ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) আওতাধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, নিয়মিত তল্লাশিকালে কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি থামানো হয়। গাড়ির দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে বিশেষ কৌশলে দেহ তল্লাশিতে ৪ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১২ লাখ ৩৯ হাজার টাকা।
আটক দুই রোহিঙ্গা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. রফিক (২৩), পিতা মৃত আব্দুর রহিম এবং করিম (২২), পিতা আব্দুল হাকিম। দু’জনেরই ঠিকানা ক্যাম্প নং ০৬, ব্লক এ/১১।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।