কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযানে অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহেশখালী পৌরসভাস্থ গোরকঘাটা জেটি ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।এ সময় দুইটি দেশীয় তৈরী একনলা বন্দুক উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের পাহাড়তলীর
মোহাম্মদ হোসেনের পুত্র সাইফুল ইসলাম (২৫)
এবং
কক্সবাজারের এস.এম পাড়ার মৃত আব্দুল হাকিমের স্ত্রী গোলবাহার খাতুন (৬৫)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।