রশিদনগরে পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
কক্সবাজার সদর উপজেলার রশিদনগর ও ভারুয়াখালী সীমানার কাছাকাছি জেটি রাস্তায় একটি পাহাড়ি এলাকা থেকে এক অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে এ লোমহর্ষক ঘটনা সামনে আসে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কিশোরের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে একটি টমটম চালাতো।
মরদেহের কাছাকাছি পাহাড়ের ভেতরে একটি পরিত্যক্ত টমটমও উদ্ধার করা হয়েছে। টমটমটির পেছনে “সোহেল” নামটি লেখা ছিল। ধারণা করা হচ্ছে, টমটমটি নিহত কিশোরের বা সংশ্লিষ্ট কারো হতে পারে।
পুলিশ জানিয়েছে, কিশোরটিকে নৃশংসভাবে হ!ত্যা করা হয়েছে। তার গলায় ফাঁ’স দেওয়ার আলামত রয়েছে এবং শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্নও পাওয়া গেছে।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার পেছনে কারা জড়িত এবং নিহত কিশোরের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। খুব শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।