কক্সবাজারের রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই বিকাল ৫টায় কাউয়ার খোপ বাজার চত্বরে আয়োজিত এ পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাওলানা মহিউদ্দিন।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি ছৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি তার বক্তব্যে বলেন,
৫৩ বছর দেশের মানুষের দুর্নীতি বন্ধ হয়নি, বারবার ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি। আগামীতে ইসলামকে রাস্ট্র ক্ষমতায় দেখতে চায়।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য মাওলানা মুফতি রেজাউল করিম, কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আমিরুল ইসলাম মীর।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামি যুব আন্দোলন কক্সবাজার জেলার মাওলানা নুরুল ইসলাম আজিজী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম এবং ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক আবুল তাহের।
পথসভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।