1. admin1@shimantoshohor.com : নিজস্ব প্রতিবেদক: : নিজস্ব প্রতিবেদক:
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : বিশেষ প্রতিবেদক : Badioul Alam বিশেষ প্রতিবেদক

রামু থানার ওসির নাম ভাঙ্গিয়ে ১ লাখ টাকা ঘুষ দাবী করা এসআই চিরঞ্জীব ক্লোজড

✍️ প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

  • আপডেট সময়ঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার পঠিত

বাদীর পরিবারের এক সদস্যের কাছে মামলার প্রতিবেদন জমা দিতে ১ লাখ টাকা ঘুষ চেয়েছেন রামু থানার এসআই চিরঞ্জীব বড়ুয়া। ফেসবুকে ছড়িয়ে পড়া এমন একটি অডিও রেকর্ড হাতে আসে টেলিগ্রাম নিউজের ।

 

বাদী রুপনা বড়ুয়ার দেবর প্রবাসী সোহেল বড়ুয়ার সাথে সেই ঘুষ চাওয়ার অডিওটির দৈর্ঘ্য ৬ মিনিট ১৬ সেকেন্ড।

 

সোমবার (৪ আগস্ট) ফাঁস হওয়া ঐ অডিওতে চিরঞ্জীব’কে বলতে শোনা গেছে,’ তোমার বিষয়টা নিয়ে আমি স্যারের সাথে কথা বলেছি। ‘

 

অডিওতে চিরঞ্জীব বলেন, ‘তোমার সাথে যেরকম কথা হবে সেরকমই হবে, কালকে সকালের মধ্যে ১জন এর জন্য ৭০ হাজার ২জনের জন্য ১ লাখ দিতে হবে। তোমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিও।’

 

ন্যায়বিচারের আশ্বাস দিয়ে চিরঞ্জীব আরো বলেন, ” আমি চাই তোমরা ন্যায়বিচার পাও এবং তুমি আমার টা দেখবা আর আমি সেভাবেই লিখবো।”

 

মাস কয়েক আগে রামুতে সেফটিক ট্যাংকের ছাঁদ থেকে ধাক্কা দিয়ে এক যুবককে নিচে ফেলে দেওয়ার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছিলো।

 

ঐ ঘটনায় আহত যুবকের স্ত্রী বাদী হয়ে রামু থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

 

বাদীর আইনজীবী শিপ্ত বড়ুয়া জানান, ‘ মামলার প্রতিবেদনে প্রকৃত আসামীদের অপরাধ দেখাতে আমার মক্কেলের পরিবারের কাছে ঘুষ চান এসআই চিরঞ্জীব। এমন নেক্কারজনক কান্ডের জন্য তার শাস্তি হওয়া উচিত।’

 

এপ্রসঙ্গে চিরঞ্জীবের বক্তব্য না মিললেও রামু থানার ওসি মুহাম্মদ তৈয়বুর রহমান বলেন, ” এই মামলার বিষয়ে আমি কিছু জানতাম না। সে নির্লজ্জ, ঘটনাটি শোনার পরপরই তাকে থানা থেকে অব্যাহতি দিয়েছি। ‘

 

‘ঘুষ’ দাবীর বিষয়টি জেলা পুলিশের নজরে এসেছে বলে জানিয়েছেন মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী।

 

তিনি জানান, সেই এসআইকে রামু থেকে কক্সবাজার জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

 

বিষয়টি তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com