উখিয়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানান প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্তৃপক্ষ। এ সময় শ্রেণিকক্ষে প্রথমবারের মতো পা রাখা শিক্ষার্থীদের মাঝে আনন্দের অনুভূতি লক্ষ করা যায়। শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝেও ছিল উৎসবমুখর পরিবেশ।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও উদ্বোধনী ক্লাসের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রহমত উল্লাহ।বক্তারা নবীনদের উদ্দেশ্যে বলেন, “একজন শিক্ষার্থীকে শুধু পাঠ্যপুস্তকের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না। নৈতিকতা, আদর্শ এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। আলিম পর্যায়ে শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ শুরু হলো। এই সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে।”
তারা আরও বলেন, ফুল দিয়ে নবীনদের বরণ একটি ইতিবাচক উদ্যোগ, যা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আগ্রহ তৈরি করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।