কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর নিয়মিত তল্লাশিতে রেজুখাল চেকপোস্টে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় যাত্রীর শরীরে অভিনব কায়দায় লুকানো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি সদস্যরা।
আটক ব্যক্তির নাম ইয়াসমিন আক্তার (২৬)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের করাচি পাড়া গ্রামের মৃত জাফর আহমেদের মেয়ে। ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও তার কাছ থেকে জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, আটককৃত নারীকে উদ্ধারকৃত ইয়াবা ও মোবাইল ফোনসহ প্রচলিত আইনে মামলা দায়েরের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।