কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল চেকপোস্টের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার মঙ্গারটেক ঝাউবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় উখিয়া উপজেলার উত্তর সোনার পাড়া এলাকার মোহাম্মদ আলমের পুত্র মোহাম্মদ আজিজ (৩৯)কে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।