শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগণের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় সরকারের নির্দেশনায় দুর্গাপূজাকে সামনে রেখে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ৫৬টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় কোস্ট গার্ড পূর্ব জোন নিয়োজিত রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, পূজা মণ্ডপে আগত ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দুর্গাপূজার সময় জনগণের নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করা হচ্ছে।
প্রতিমা বিসর্জনের সময় দুর্ঘটনা এড়াতে বোটে অতিরিক্ত যাত্রী না তোলা, সাঁতার না জানা ব্যক্তিদের বোটে না তোলা এবং সকলকে লাইফ জ্যাকেট ব্যবহারের বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। পানিতে ডুবে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ডুবুরি দল ও মেডিক্যাল টিম সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “আমরা চাই দেশের শান্তিপ্রিয় হিন্দু জনগোষ্ঠী সুন্দর, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করুক। কোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার আহ্বান জানান তিনি।