কক্সবাজারে স্থানীয় শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন ও চলমান অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কক্সবাজার জেলা শাখা।
সভাপতি মোঃ ইউসুপ বিন নূরী ও সাধারণ সম্পাদক ইউনুস মাহমুদ মামুন এর নির্দেশে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, উখিয়া ও টেকনাফের নেতৃত্বরা স্বশরীরে উপস্থিত থেকে আন্দোলনকারীদের পাশে থাকবেন এবং আন্দোলনকে শক্তিশালী করবেন।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, শিক্ষকদের ন্যায্য দাবির আন্দোলনে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর আহ্বান জানাই এবং একই সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের প্রতি আমাদের অবিচল সমর্থন জানাই।