কক্সবাজারের উখিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর অভিযানে হত্যা, অস্ত্র, মাদক, অপহরণসহ একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৯ জুলাই ২০২৫ খ্রি.) সন্ধ্যায় মরিচ্যা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এসব মামলার পলাতক আসামি মোস্তাক আহমদ ওরফে ‘ইয়াবা মোস্তাক’ (৪২) কে গ্রেফতার করে। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়া পালং গ্রামের বাসিন্দা এবং মৃত আশরাফ মিয়ার ছেলে।
র্যাবের ভাষ্যমতে, গ্রেফতারকৃত মোস্তাক আহমদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও অপহরণসহ ডজন খানেক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। র্যাবের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান শনাক্তের পর মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারের পর মোস্তাক আহমদকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।
র্যাবের এ ধরনের সাফল্যকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।