কক্সবাজার শহর জামায়াতে ইসলামী ২৬ সেপ্টেম্বরের কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি বৈঠক করেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) শহরের একটি স্থানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শহর জামায়াতের নায়েবে আমির কফিল উদ্দিন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মো. শাকিল, এসিস্ট্যান্ট সেক্রেটারি দরবেশ আলী মো. আরমান, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, মো. শহিদুল্লাহ, কামরুল ইসলাম, ওলামা সেক্রেটারি আবু সায়েম ফরকানসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বিক্ষোভ কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।