কক্সবাজার সদরে ডাকাতির প্রস্তুতিকালে মো. জসিম উদ্দিন (৪২) নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুলিশের অভিযানে সাহিত্যিকাপল্লী এলাকা থেকে তাকে আটক করা হয়। জসিমের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে।
জানা গেছে, পুলিশের একটি বিশেষ টিম নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাস পুলিশের গাড়ি দেখে হঠাৎ করে গতি পরিবর্তন করে পিছু হটতে শুরু করে। পুলিশের সন্দেহ হলে তারা মাইক্রোবাসটি অনুসরণ করতে থাকে। একপর্যায়ে মাইক্রোবাসে থাকা ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির দরজা খুলে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করে পুলিশ।
পুলিশ মাইক্রোবাসটি তল্লাশি করে ১টি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, দুটি ছুরি, একটি হাতুড়ি, একটি গ্রিল কাটার, একটি দা, চারটি কসটেপ, চার জোড়া জুতা, তিনটি মোবাইল ফোন এবং নকল নাম্বার প্লেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।