চট্টগ্রামে ভিন্ন দুটি সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুই আসামি এবং মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৭ আগস্ট) র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রাজ্জাককে দীর্ঘ ১৭ বছর পর জেলার হাটহাজারী থানার পূর্ব মেখল বাদামতল এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রাজ্জাক (৩৬) হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকার মৃত কবির আহমদের ছেলে।
অপর এক অভিযানে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মাহবুল আলমকে উত্তর বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মাহবুব সীতাকুণ্ডের জেলে পাড়া এলাকার মৃত বাবুলের ছেলে।
র্যাবের আরেকটি দল পতেঙ্গা থানার ১৪নং বালুর টাল এলাকায় অভিযান চালিয়ে কাশেদ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করে। কাশেদ আনোয়ারা উপজেলার বোয়ালিয়ার নূর মোহাম্মদের ছেলে।
গত ৬ আগস্ট আনোয়ারা থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলার আসামি।
গ্রেপ্তার আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার হাটহাজারী, সীতাকুণ্ড এবং আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।