কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও পুলিশের যৌথ চিরুনি অভিযানে কুখ্যাত ডাকাত দিল মোহাম্মদ ওরফে দিলু ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে।
বুধবার (১৩ আগস্ট) ভোরে হোয়াইক্যং ইউনিয়নের কম্বনীয়াপাড়ায় তার নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডস ও স্থানীয় পুলিশ অভিযানে অংশ নেয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক, অস্ত্র, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলার আসামি দিলু ডাকাতকে আটক করা হয়। এসময় তার বাড়ি তল্লাশি করে ১টি দেশীয় পিস্তল (এলজি), ২ রাউন্ড তাজা গুলি ও ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, দিল মোহাম্মদ দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় অপহরণ, মাদক পাচার, জিম্মি করে অর্থ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
আটককৃত আসামিকে অস্ত্রসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী অপরাধ দমনে এসব অভিযান অব্যাহত থাকবে।