চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে বৃহস্পতিবার রাতে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালো ঈদগাঁওয়ের দুই তরুণ।
নিহতরা হলেন—ঈদগাঁও সদর ইউনিয়নের জাগিরপাড়া এলাকার আব্দু শুক্কুরের পুত্র রাকিবুল ইসলাম এবং একই ইউনিয়নের কানিয়াছড়া এলাকার শামসুল ইসলামের পুত্র জিহাদ। তারা ফুফাতো-মামাতো ভাই হিসেবে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
নিহত রাকিবুল ইসলামের বড় ভাই হানি ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ছয় ব্যক্তি তিনটি মোটরসাইকেলে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রা আনন্দে ভরা হলেও চুনতি জাঙ্গালিয়া এলাকায় এক মুহূর্তে তা বদলে যায় শোকময় মুহূর্তে। একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পরিবার ও আত্মীয়স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। নিহত রাকিব ও জিহাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা কান্নায় বাকরুদ্ধ, আর গ্রামের মানুষও তাদের অকাল মৃত্যুতে হতবাক।
এই দুর্ঘটনা কেবল দুই পরিবারের নয়, পুরো ঈদগাঁওয়ের মানুষকে গভীর শোকের ছায়ায় আবৃত করেছে। আনন্দময় সেই স্বপ্নযাত্রা আজ চিরতরে থেমে গেছে।