পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি স্মরণে কক্সবাজারের উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শ্রীকৃষ্ণের ৫২৫১তম শুভ জন্মাষ্টমী।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী।
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী স্বপন শর্মা রনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দুলাল কান্তি দে ও বাবু ঝুলন কান্তি দে।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য মহাশোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা ও ভক্তিমূলক সংগীত পরিবেশনা। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উখিয়াজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।
আয়োজক কমিটি জানায়, বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও মানবিকতাকে সমুন্নত রাখা এবং দেশবাসীর শান্তি ও মঙ্গল কামনাই এবারের জন্মাষ্টমীর মূল প্রতিপাদ্য। প্রতিবছরের মতো এবারও শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ–বাংলাদেশ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, উখিয়া উপজেলা শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণ সংসদ উখিয়ার সভাপতি হারাধন চক্রবর্তী, উখিয়া সমাজ কমিটির সভাপতি মৃদুল আইচ,
গীতা শিক্ষক কমিটির সভাপতি শ্রীমতী বেবী প্রভা দে,
জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জয়দ্বীপ রুদ্র রিপন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সুকান্ত সেন,
বালুখালী হরি মন্দিরের সভাপতি দীলিপ শর্মা, রাজাপালং পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রাসেল ঘোষ,
রাজাপালং পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হারাধন রুদ্র ও বাধন শর্মা,
গৌড় গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক রতন শর্মা,
হরি মন্দিরের সভাপতি সুজন শর্মা, খাল কাঁচা দুর্গাপূজা কমিটির সভাপতি সুনীল শর্মা, খাল কাঁচা দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক লিটন রুদ্র,
দুর্গাপূজা উদযাপন পরিষদের সমন্বয়ক কমিটির সদস্য মিথুন কান্তি দে, জন্মাষ্টমী উদযাপন পরিষদের শিক্ষক সদস্য সনজয় কান্তি দে সোনালী ব্যাংক উখিয়া শাখার ক্যাশ ইনচার্জ নিক্সন ঘোষ প্রমুখ।
আয়োজকরা জানান, ভক্তদের আন্তরিক অংশগ্রহণ ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় জন্মাষ্টমীর কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
সার্বিক সহযোগিতায় ছিলেন উখিয়া ভৈরব মন্দির গীতা স্কুল ও গৌর গোবিন্দ গীতা স্কুল।