1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : ডেস্ক নিউজ : : ডেস্ক নিউজ :
শিরোনামঃ
কক্সবাজারে ক্রিকেট ব্যাটের ভেতর ইয়াবা, আটক ২ রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ সম্মেলনে বড় সম্ভাবনা দেখছেন নিরাপত্তা উপদেষ্টা চকরিয়ায় মাছের ঘের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত- ১ দাঁড়িপাল্লার বিজয় ত্বরান্বিত করতে শ্রমিক প্রতিনিধিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে গভীর রাতে জামায়াত নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ ‘আমি নেতা নই, সাধারণ মানুষের ইচ্ছাপূরণের তত্ত্বাবধায়ক’: প্রধান উপদেষ্টা ‘গাজায় অপচয়ের আর সময় নেই’, বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন: হাসনাত আব্দুল্লাহ গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির সমাবেশে জনতার ঢল

গভীর রাতে জামায়াত নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা

✍️ প্রতিবেদক: ডেস্ক নিউজ •

  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৬ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতা নজরুল ইসলাম নজিরকে গভীর রাতে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ আগস্ট) দিবাগত উপজেলার শীতল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম নজির নাকাই ইউনিয়নের ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গভীর রাতে তার বাড়ি থেকে তাকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে রক্তের ছাপ ও হত্যাকাণ্ডের চিহ্ন পাওয়া গেছে।

এই হত্যাকাণ্ডে এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে, তবে এখনো কাউকে আটক করা হয়নি।

জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে অভিযোগ করেছেন। তারা বলছেন, নজরুল ইসলাম নজির স্থানীয় পর্যায়ে সক্রিয় ছিলেন এবং তার বিরুদ্ধে হুমকি ছিল। তবে পুলিশ এখনো হত্যার কারণ নিশ্চিত করে কোনো বক্তব্য দেয়নি।

গাইবান্ধা জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। হত্যাকারীদের গ্রেপ্তারে সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন। এই হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। নজরুল ইসলাম নজিরের পরিবার ও সহযোগীরা তার ন্যায়বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!