কক্সবাজার পৌরসভার হোটেল-মোটেল জোন ও কলাতলী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম।
অভিযানে ইমারত নির্মাণ আইনে পাঁচটি ভবনকে ৩ লক্ষ টাকা এবং হোটেল জামানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভবনের মালিক ও ব্যবহারকারীদের অনুমোদিত নকশা অনুযায়ী ভবনের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি রেস্টুরেন্ট মালিককে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে ভোক্তাদের খাবার পরিবেশনের জন্য সতর্ক করা হয়।