পটুয়াখালীতে বিএনপি নেতাদের ফাঁসাতে নিজের বাবাকে কুপিয়ে আহত করে হাসপাতালে পাঠিয়েছেন আলামিন হাওলাদার নামে এক যুবক। ১৭ আগস্ট সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ইউনিয়নের কেওয়াবুনিয়া স্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করে বড়বিঘাই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে কেওয়াবুনিয়া গ্রামের হাকিম হাওলাদারকে কুপিয়ে গুরুতর জখম করে ছেলে আলামিন হাওলাদার। পরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর হাকিম হাওলাদারের পক্ষ থেকে বড়বিঘাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সদর থানা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম হাওলাদারসহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
প্রতিবাদ সভায় বড়বিঘাই ইউনিয়ন চেয়ারম্যান জামাল হোসেন মিন্টু বলেন, আনোয়ার হোসেন ও নুরুল ইসলাম হাওলাদার ইউনিয়নের শ্রদ্ধাভাজন ব্যক্তি। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মানহানি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সঠিক তদন্তের দাবি করছি।
ভুক্তভোগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, একটি পারিবারিক ঘটনার সঙ্গে আমাদের সম্পৃক্ত করার চেষ্টা চলছে। এটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়। আমি জেলা পুলিশ সুপারের কাছে সঠিক তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি।
ভুক্তভোগী নুরুল ইসলাম হাওলাদার বলেন, আমার ভাই হাকিম হাওলাদারের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। পরে জানতে পারি, তার ছেলে তাকে কুপিয়ে আহত করেছে। ওই ঘটনায় আমাদের নামে মামলা দেওয়া হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক।
এদিকে ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।