উখিয়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহিব উল্লাহর ইছালে সওয়াব উপলক্ষ্যে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২১ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রহমত উল্লাহর সভাপতিত্বে কুরআন তেলাওয়াতের মাধ্যমে স্মরণসভা ও দোয়া মাহফিল শুরু হয়। এসময় মাদ্রাসার গভার্ণিং বডি’র সদস্যবৃন্দ শিক্ষক, শিক্ষার্থী ও গণমান্য ব্যক্তিবর্গরা মরহুম মাওলানা মুহিব উল্লাহর স্মৃতিচারণ করেন।
একইদিন দুপুরে স্মরণসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) যারীন তাসনিম তাসিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, একাডেমিক সুপারভাইজার মো.বদরুল আলম। এসময় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ অনেকে উপস্থিত ছিলেন।
মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ কাজল ও আবু বক্করের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা বলেন,” মাওলানা মুহিব উল্লাহ ছিলেন দক্ষ ও জ্ঞানী আলেম। উনার মধ্যে কখনো লোভ দেখা যায়নি। হাদীসের পরিশুদ্ধ বিশ্লেষণ ও ব্যাখ্যা দিয়ে শিক্ষার্থী সহ সকলকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। আমাদের জন্য রেখে যাওয়া স্মৃতি ও উনার চলার পথকে অনুসরণ করে নিজেদের গড়ে তুলতে হবে।”