কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে চোরাইকৃত এসির পার্টসসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকার আইয়ুব মেস্ত্রীর ছেলে শহিদুল ইসলাম কাইয়ুম (২৪) এবং দক্ষিণ লক্ষ্যারচর ৩ নম্বর ওয়ার্ডের বেয়ারা পাড়া এলাকার সাহাব উদ্দিনের ছেলে মোহাম্মদ রুবেল (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরির ঘটনায় গত ১১ আগস্ট থানায় মামলা (মামলা নং-২৩, জিআর নং-৩৯৫) দায়ের করা হয়। ওই মামলার সূত্র ধরে থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে এসআই আবুল খায়ের, এসআই মো. সোহরাব সাকিব ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে চোরাইকৃত এসির বিভিন্ন পার্টস উদ্ধার করা হয়েছে।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।