কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী উপকূলে মাছ শিকারের সময় সাগরের তীব্র স্রোতে ভেসে গিয়ে দুই কিশোর নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন, জালিয়াপালং ইউনয়ের মনখালী বাঘঘোনা পাড়ার নজির হোসেনের পুত্র মোহাম্মদ সায়েম(১৫) এবং একই এলাকার নুরুল হোসেনের পুত্র হাবিবুল আফসার(১৬)।
স্থানীয়রা জানান, সকালে মনখালীর পশ্চিম ঘাট এলাকা থেকে কয়েকজন কিশোর একসাথে মাছ ধরতে যায়। এসময় আকস্মিক স্রোতের কবলে পড়ে সায়েম ও হাবিবুল আফসার নিখোঁজ হয়ে যায়।তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন নিখোঁজের পরিবার। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই কিশোরকে রিপোর্ট লিখার আগপর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।