ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে ভোলা পৌর শহরের কালীবাড়ি রোড মসজিদে নবী সড়কের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত আরিফ (৩০) ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে স্থানীয়রা আরিফের রক্তাক্ত মরদেহ দেখতে পান। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কাউকেও আটক করা হয়নি।
পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা আরিফকে কুপিয়ে হত্যা করে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আরিফের বাবা বশীর উদ্দিন বলেন, “ফজরের নামাজ পড়ার জন্য বাসার গেইট খুলে বাইরে বের হতেই ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পাই। ওর শরীরে ধারালো অস্ত্রের কোপের দাগ ছিল।”
ভোলা থানার ওসি আবু সাহাদাত হাসনাইন পারভেজ জানান, “ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”