নারায়ণগঞ্জের রূপগঞ্জে তোয়ালে উৎপাদনকারী একটি টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার তোয়ালে ও বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ঘোষবাড়ি এলাকায় অবস্থিত নীলিমা টেক্সটাইল মিলস লিমিটেডে এ অগ্নিকাণ্ড ঘটে। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিক ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ড্রাম ও বিভিন্ন পাত্রে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় ৪০ মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
নীলিমা টেক্সটাইল মিলস লিমিটেডের মালিক রশিদ মিয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বিপুল পরিমাণ তোয়ালে ও বিভিন্ন উৎপাদন সামগ্রী পুড়ে যায়। এতে প্রায় ২০ (বিশ) লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় ফায়ার সার্ভিসকে অবহিত করার প্রয়োজন হয়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার কর্মচারী ও মালিক পক্ষের মধ্যে হতাশা বিরাজ করছে। তবে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।