আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জন ছাড়িয়ে গেছে বলে নিশ্চিত করেছে তলেবান সরকার। এছাড়া আরও কমপক্ষে ৩ হাজার ১২৪ জন আহত এবং শত শত মানুষ এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে বলে জানিয়েছে কতৃপক্ষ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে পোষ্ট করা এক বিবৃতিতে বলেছেন, ভূমিকম্পে কমপক্ষে ১ এক হাজার ৪১১ জন নিহত এবং কমপক্ষে ৩ হাজার ২৫২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি আরও জানান, শক্তিশালী এই ভূমিকম্পে ৫ হাজার ৪০০ টিরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে।
ভূমিকম্পে নিহত স্বজনদের আহাজারি
জাতিসংঘ মানবিক সংস্থার প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রোববার গভীর রাতে পূর্ব আফগানিস্তানে আঘাত হানা ছয় মাত্রার এই ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থলের সবচেয়ে কাছে অবস্থিত পাহাড়ি কুনার প্রদেশে। দুর্গম এবং পাহাড়ি এলাকাটিতে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। হেলিকপ্টারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এসব এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা।
কুনার প্রদেশের দুর্যোগ মোকাবিলা দফতরের প্রধান এহসানউল্লাহ এহসান বার্তাসংস্থা এএফপিকে বলেন, এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়বে। কারণ ধ্বংসস্তূপের নিচে আরও কত মরদেহ আটকে আছে- আমরা এখনও জানি না।
তিনি আরও বলেন, ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার এই বাসিন্দা জানান, তার ছোট হাসপাতালেই ২০০ জনেরও বেশি মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। কিছু দেশ এই দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, ‘এখনও পর্যন্ত আমরা কিছুই পাইনি’।
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশ
উল্লেখ্য, ২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর দেশটিতে আন্তর্জাতিক সহযোগিতা থমকে গেছে। দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। বিশেষ করে নারীদের শিক্ষায় নিষেধাজ্ঞার মতো কঠোর সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো মানবিক সহায়তাও বন্ধ করে দিয়েছে।