কক্সবাজারের রামু উপজেলায় মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ফের ইয়াবা পাচারকালে আটক হয়েছেন এক ব্যক্তি।
রামু-সোনাইছড়ি সড়ক থেকে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। বর্তমানে তিনি রামু থানার হেফাজতে আছেন এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
স্থানীয়দের মতে, রামুর পাঞ্জেগানা-সোনাইছড়ি, ঘোনারপাড়া, এবং আরও অন্তত দুটি সড়ক এখন ইয়াবা পাচারের ‘হট রুট’ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কলাগাছ, পণ্যবাহী ট্রাকের গোপন চেম্বার, এমনকি পশুবাহী গাড়িতেও লুকিয়ে ইয়াবা পাচার করা হচ্ছে।
রামু থানার তথ্যমতে, গত জুলাই-আগস্ট দুই মাসে মোট ৭ লাখ ১০ হাজার ৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের কিছু অসাধু সদস্যের যোগসাজশে এসব রুটে প্রতিনিয়ত ইয়াবা পাচার হচ্ছে। কেউ কেউ একে বলছেন ‘ইয়াবা সম্রাটদের নিয়ন্ত্রিত এলাকা’।
রামু থানার ওসি (তদন্ত) ফরিদ বলেন, আমরা ইয়াবা কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। অভিযানের গতি আরও বাড়ানো হবে।