গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল হাসপাতালে বিএনপির নেতা মির্জা আব্বাস। শনিবার দুপুরে হাসপাতালে এসে নূরকে দেখেন এবং তার চিকিৎসার খোঁজখবর এবং পরিবারের সাথে কথা বলেন তিনি।
হাসপাতাল থেকে বেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, নুরুল হক নুরের উপর আক্রমণ খুবই উদ্দেশ্যমূলক। তার নাক দিয়ে এখনও রক্তপাত হচ্ছে। কি উদ্দেশ্য কারা, কেন এটি করলো সেটি তদন্ত করে বের করা উচিৎ এবং বিচার দরকার। তাকে বিশেষ ব্যবস্থায় বিদেশে চিকিৎসার জন্য পাঠানো উচিৎ। সে সুস্থ ভাবে আবারও আমাদের মাঝে ফিরে আসুক।
তিনি বলেন, সরকারকে দেখা উচিৎ হামলাগুলো কোথা থেকে হচ্ছে। যদি তা না পারে তাহলে বুঝব তাদের কমান্ড ধরে রাখতে পারছেন না।
শুক্রবার রাজবাড়ীতে মাজার ভাঙচুরের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো বিচ্ছিন্ন কিছু না, নির্বাচনকে সামনে রেখে আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণি চাচ্ছে যাতে নির্বচান না হয়। বিশ্বের পরারক্রমশালী একজনের বক্তব্যে শুনছি, তাতে মনে হচ্ছে না দেশ একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে। দেশ একটা অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে।