চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সেনাবাহিনী নেতৃত্বে যৌথ চিরুনি অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বোয়ালখালী থানার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠপুরা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে সেনাবাহিনী জানায়, জলদস্যুদের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে ২টি শটগান ও ১৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো কর্ণফুলী নদী ও আশপাশ এলাকায় সন্ত্রাস, মাদক চোরাচালান ও চাঁদাবাজির কাজে ব্যবহার করা হচ্ছিল।
এ সময় জলদস্যু চক্রের সদস্যরা পালিয়ে গেলেও তাদের আটকের জন্য সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।