ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের জামাতের আমির হোসাইন আহম্মদ। তিনি উত্তর নিদানিয়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব এবং সোনারপাড়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নির্বাচনের ফল ঘোষণার পরপরই নিজের ফেসবুক আইডি থেকে তিনি একটি পোস্ট দেন *“আলহামদুলিল্লাহ মক্কা বিজয় হলো।”*
এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে তিনি লেখেন *“সবর আর কৌশলের ফল, ঢাকা বিশ্ববিদ্যালয় দখল।”*
তার এমন মন্তব্যকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তিনি কিভাবে এমন রাজনৈতিক উসকানিমূলক বক্তব্য প্রকাশ করতে পারেন।
তবে সর্বস্তরের মানুষের মত, একজন ইমাম, শিক্ষক ও জামাতের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তার এ ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং সামাজিক বিভাজন তৈরি করতে পারে।