বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) নাটোরের নলডাঙ্গার হলুদঘর ও শেখপাড়া গ্রামে অনুষ্ঠিত জনসভায় দুলু বলেন, যারা ১৫ বছর ধরে বিএনপিকে শোষণ ও নির্যাতন করেছে, তারা এখন আওয়ামী লীগের সঙ্গে একাকার হয়ে গেছে।
তিনি উল্লেখ করেন, বিএনপিকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দুলু আরও বলেন, জামায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় জিতে ভেবেছে সারা দেশে জিতবে, কিন্তু সেই আশা বাস্তবায়িত হবে না।