কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদ করায় রঞ্জন চাকমা (৩৮) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে বিরেল চাকমা (৩৫)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া বিরেল চাকমা রাঙামাটির বাসিন্দা এবং উত্তরণ এলাকায় ভাড়া থাকতেন। নিহত রঞ্জন চাকমাও রাঙামাটি জেলার বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি স্ত্রীকে নিয়ে কক্সবাজারে এসে আনারস বিক্রি করতেন।
ঘটনাপ্রবাহ
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে বিরেলের বাসায় আশ্রয়ে ছিলেন রঞ্জন দম্পতি। শনিবার রাতে বিরেল, রঞ্জন ও তার স্ত্রী একসঙ্গে মদ্যপান করেন। এক পর্যায়ে বিরেল পাশের কক্ষে রঞ্জনের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালান। স্ত্রী বিষয়টি স্বামীকে জানালে বিরেলের সঙ্গে রঞ্জনের তর্ক-বিতর্ক শুরু হয়। এ সময় ধারালো ছুরি দিয়ে রঞ্জনের গলা কেটে দেন বিরেল।
পরে রক্তমাখা ব্যাগ হাতে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। অন্যদিকে স্বামীর লাশ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী।
পুলিশের বক্তব্য
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, “ঘটনার সময় আসামি মদ্যপ অবস্থায় ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। পাশাপাশি ধর্ষণের আলামত থাকায় ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
পুলিশ বলছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।